Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঝালকাঠি কারাগার থেকে ছয় কয়েদির মুক্তি

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঝালকাঠি কারাগার থেকে ছয় কয়েদির মুক্তি

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সাধারণ ক্ষমার আওতায় ঝালকাঠি জেলা কারাগার থেকে ছয়জন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্তরা হলেন, ঝালকাঠির কিস্তাকাঠির আব্দুল গণি মিয়ার ছেলে মো. নয়ন (২৭), শহরের কলেজ মোড় এলাকার রামলাল কংশ বনিকের ছেলে রনজিৎ কংশবনিক (৩৩), শহরের আমতলা সড়কের ধীরেন সিংহর ছেলে কুকন সিংহ (৩২), কাঁঠালিয়া উপজেলার শাহআলম মুন্সির ছেলে সোহাগ মুন্সি (২৫), একই উপজেলার হামিদ খানের ছেলে সান্টু খানও (৪৫) ও নলছিটি উপজেলার মোতালেব হাওলাদারের ছেলে তারেক হাওলাদার (২৮)।
ঝালকাঠির জেলা কারাগারের তত্ত¡াবধায়ক মো. শফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে গত ২৯ এপ্রিল স্বরাস্ট্র মন্ত্রনালেয়ের সুরক্ষাসেবা বিভাগ (কারা ২) শাখার এক প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক ঝালকাঠির উল্লিখিত ছয়জনের কারাদণ্ড মওকুফ করা হয়। শুক্রবার আমরা মুক্তির আদেশটি হাতে পেয়েছি। ঝালকাঠি কারাগারে থাকা ৯ কয়েদির তালিকা কারা সদর দপ্তরে প্রেরন করা হলে সেই তালিকা থেকে ৬ সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির আদেশ আসে। উল্লেখ্য ঝালকাঠি জেলা কারাগারের ধারণ ক্ষমতা ১৮৩, বর্তমানে ১৭৬ জন আসামি রয়েছে কারাগারে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …