Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রমজানে বাড়িতে পৌছে দিচ্ছেন মোরগ পোলাও

রমজানে বাড়িতে পৌছে দিচ্ছেন মোরগ পোলাও

স্টাফ রিপোর্টার :
করোনায় কর্মহীন হয়ে পড়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার অসংখ্য মানুষ। কারো বাড়িতে নেই খাবার, কেউ আবার সাহায্যের জন্য হাত পাততেও পারেন না। রমজানে এসব মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায়। ঠিক এমন দুঃসময়ের বন্ধু হয়ে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এক বিশিষ্ট ব্যবসায়ী। অনেকে দানবির হিসেবেও চেনেন তাকে। কারো কাছে মহানুভবতার প্রতীক। প্রচার বিমুখ এ মানুষটির নাম কাজী আলমগীর হোসেন। ঢাকায় ব্যবসা বানিজ্য নিয়ে সারাদিন ব্যস্ত থাকা এ ব্যবসায়ী করোনাকালে নলছিটি ফেরিঘাট এলাকার বাড়িতে অবস্থান করছেন। প্রতিদিনই গরিব অসহায়, মধ্যবিত্ত ও আয় হারিয়ে দুর্বিষহ অবস্থায় থাকা মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এক হাজারেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়ে নাম লিখিয়েছেন মানবতার ফেরিয়ালা হিসেবে। তাদের মাস্কও দিয়েছেন কাজী আলমগীর। রমজানের প্রথম দিনেই চমকে দিলেন সবাইকে। নিজের বাসায় প্রতিদিন ২০০ মানুষের জন্য মোরগ পোলাও রান্না করে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন তিনি। পুরো রমজান মাসজুড়ে তাঁর এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কাজী আলমগীর হোসেন। প্রচার নয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাঁর উদ্দেশ্য। করোনায় মানবতার জয় হবে বলেও বিশ্বাস করেন তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …