Latest News
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মানবাধিকারকর্মীর খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে মানবাধিকারকর্মীর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মানবাধিকার কর্মী মো. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে ১৫৫ কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে শুক্রবার পর্যন্ত তিনি বিভিন্ন শ্রেণি পেশার কর্মহীনদের মধ্যে এ সাহায়তা তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, এককেজি আটা, এককেজি ডাল, দুইকেজি আলু, এককেজি পেঁয়াজ, এককেজি লবন, আধাকেজি তেল ও একটি সাবান। খাদ্যসামগ্রী বিতরণকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার উপস্থিত ছিলেন। মানবাধিকারকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বেছে বেছে যে সকল পরিবার সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরতে পারে না তাদের খুজে বের করে কারো বাড়িতে গিয়ে আবার কাউকে আমার বাড়িতে ডেকে সহায়তা তুলে দিয়েছি। আমার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব আমাকে খাদ্য সহায়তা বিতরণে সহায়তা করেছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …