Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে দরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে রেনেসাঁ পরিবার

নলছিটিতে দরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে রেনেসাঁ পরিবার

স্টাফ রিপোর্টার :
সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা সবক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছে ঝালকাঠির নলছিটির রেনেসাঁ পরিবার। সংগঠনটির জন্ম থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায়ও বসে নেই এ পরিবারের সদস্যরা। নিজের সদস্য ও সমাজকর্মীদের সহযোগিতায় খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হচ্ছে কর্মহীনদের ঘরেঘরে। এতে যেমন উপকৃত হচ্ছে দরিদ্র পরিবারগুলো, তেমনি এসব কর্মযজ্ঞে প্রশংসিত হচ্ছে রেনেসাঁ।
জানা যায়, ২৬ মার্চের পর থেকে নলছিটিতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। তাদের চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, লবন, সাবানসহ ১০ কেজির একটি খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে রেনেসাঁ পরিবার। দুইদিন ধরে তাদের এ ঐক্লান্তিক প্রয়াস অসহায় মানুষের পেটের ক্ষুধা নিবারণ করেছে। পৌরসভা সড়কে রেনেসাঁ ইনফো টেক’র কার্যালয়। এখানেই কয়েকজন সেচ্ছাসেবী মানুষের জন্য শ্রম দিয়ে খাদ্যসামগ্রীর প্যাকেট করছেন। এ পর্যন্ত ১২০ পরিবারকে এ সহযোগিতা প্রদান করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার ও রেনেসাঁর পরিচালক মো. আকতারুজ্জামান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …