স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলার পিংড়ি ও বারৈবাড়িসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মো. জোহর আলী এসব খাদ্য সামগ্রী তুলে দেন দরিদ্র মানুষের হাতে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলদার, এনডিসি আহম্মেদ হাসান, ভাইস চেয়ারম্যান জিয়া হয়দার খান লিটন ও আফরোজা আক্তার লাইজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশীদসহ আরো অনেকেকে অংশ নেন। জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, সরকারের পক্ষ থেকে সাড়ে ৭ লাখ টাকা, ৭ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ টাকা কেজি দরে দরিদ্র মানুষের মাঝে চাল দেওয়া হচ্ছে। বিত্তবান ব্যক্তিদের পক্ষ থেকে তহবিল গঠন করা হচ্ছে, পর্যায়ক্রমে তাও বিতরণ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …