স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির হাট-বাজরগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা মানুষদের শরীরের তাপমাত্রা পরীক্ষা শুরু করেছেন উপজেলা পরিষদের গঠিত মেডিকেল টিমের স্বাস্থ্য কর্মীরা। শরিবার সকালে শহরের বড় বাজরসহ বিভিন্ন হাট-বাজারে আসা মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করেন তারা। যাদের শরীরের তাপমাত্রা একটু বেশি পাওয়া যায়, তাদেরকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য কর্মীরা। উপজেলা পরিবার পারকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদসহ ১০জন চিকিৎসকের সমসস্বয়ে ১৫ সদস্যের দুটি মেডিকেল টিম করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান এ টিম গঠন করেন এবং জনসেবায় নিয়োজিত তাঁর ব্যাক্তিগত দুটি এম্বুলেন্স এই কাজে সার্বক্ষণিক ব্যাবহারের জন্য নির্দেশ দেন। এদিকে ঝালকাঠিতে বিদেশফেরত ১৮৫ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৭৪ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের অব্যহতি দেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই সুস্থ আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়নি বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …