সটাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে এক নারীর লাশ (৫০) উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ডুবিল গ্রামের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ওই নারীর কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা কেউ তাকে চেনেন না। ধারনা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যু প্রকৃত কারণ ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …