স্টাফ রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন, ৮.১৫ মিনিটে মুজিব কর্ণারের উদ্বোধন, ৮.৩০ মিনিটে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত, সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের র্যালিতে অংশ গ্রহণ, সকাল ১০.৩০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গ বন্ধুর থিম সং এবং ভাষন প্রচার। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন। মুজিব কর্ণারের উদ্বোধন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করবেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন। এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিছন্ন এবং নতুন রং করা হয়েছে। স্থাপন করা হয়েছে সুবিশাল মুজিব কর্ণার। উপজেলা হাসপাতালের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে মুজিব বর্ষের নানা পোস্টার ও ব্যানার। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে লাল সবুজ রং করার পরে করা হয়েছে দৃস্টি নন্দন আলোক সজ্জা। মুজিব বর্ষ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে সবুজ চত্বরে লাগানো হয়েছে নতুন নতুন ফুলের গাছ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …