স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা করাতকল মালিক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের কাঠপট্টি এলাকায় সংগঠনের কার্যালয়ে শুক্রবার সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার চারটি উপজেলার ১৫০টি করাতকল মালিকরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসবীর হোসেন ও জেলা বন সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া। জেলা করাতকল মালিক সমিতির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা করাতকল সমিতির সাধারণ সম্পাদক আরকে রুবেল।
সম্মেলনে জানানো হয়, করাতকল নিবন্ধনের ক্ষেত্রে পরিবশে অধিদপ্তরের ছাড়পত্র অন্তর্ভুক্ত করার কারনে করাতকল মালিকরা লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স করতে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারনে জেলার বেশিরভাগ করাতকল মালিকদের বৈধ লাইসেন্স নেই। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল করে জেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে করাতকলের ছাড়পত্র প্রদানের দাবি জানান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …