Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে প্রবেশের সময় পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সরদার। সমাবেশে বক্তরা বলেন, খালেদা জিয়া অসুস্থ, তাকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার নিন্দাও জানান বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …