Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / দশম বারের মতো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল ঝালকাঠির এমএম মাহমুদ হাসান

দশম বারের মতো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল ঝালকাঠির এমএম মাহমুদ হাসান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানকে বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে। এনিয়ে ১০ বারের মতো শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেন তিনি। রবিবার সকালে ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম শ্রেষ্ঠ এ কর্মকর্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। কর্মমূল্যায়নে তাকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ ও ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
জানা যায়, ঝালকাঠিতে যোগদানের পর থেকে সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান অপরাধিদের দমন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সফলতার সঙ্গে কাজ করছেন। তিনি কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কাউন্সিলিংয়ে দক্ষতার সঙ্গে কাজ করায় সুনাম অর্জন করেন। অসংখ্য মানুষের বিরোধ নিস্পত্তি করে দিচ্ছেন তিনি। এছাড়াও হারানো টাকা এবং মোবাইলফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে। সহকর্মীদের বিপদে পাশে থেকেও জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের বাহিনীতে। ঝালকাঠিবাসীর যেকোন বিপদে-আপদে তিনি ঝাপিয়ে পড়েছেন সর্বাগ্রে। সাধারণ মানুষের কাছে তিনি একজন আদর্শবান মানবিক পুলিশ অফিসার।এসব কারনে বিভিন্ন সময় তিনি পুরস্কারও পেয়েছেন। সফল এ পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-বার) পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পুরস্কার তুলে দেন।দল-মত নির্বিশেষে তিনি সকলের আস্থা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীক।পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এম এম মাহমুদ হাসান বলেন, পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা ঝালকাঠি জেলার প্রত্যেক পুলিশ সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সকলের সহযোগিতায় একটি অপরাধমুক্ত ঝালকাঠি গড়াই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …