Latest News
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / তথ্য কমিশনের সাথে ঝালকাঠির তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির ‘ভিডিও কনফারেন্স’

তথ্য কমিশনের সাথে ঝালকাঠির তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির ‘ভিডিও কনফারেন্স’

স্টাফ রিপোর্টার :
তথ্য অধিকার আইন আরও কার্যকর করার মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে ‘ভিডিও কনফারেন্স’ এর মাধ্যমে তথ্য কমিশনের সাথে ঝালকাঠির জেলা ও উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে ঢাকার তথ্য কমিশন থেকে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ঢাকা থেকে তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও বরিশাল থেকে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ছিলেন বিশেষ আলোচক।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার, কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। মাঠ পর্যায়ে তথ্য অধিকার আইন আরও কার্যকর করার লক্ষে তথ্য কমিশন থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। জেলা ও উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে …