সর্বশেষ সংবাদ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি শ্যামল সরকার, আক্কাস সিকদার, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি কে এম সবুজ, শুভসংঘের সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক। কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কালের কণ্ঠ শুভসংঘ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্যাতন বিরোধী কমিটি করারও দাবি জানানো হয় মানববন্ধনে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …