Latest News
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ।। ২রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠিতে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আগামী ১১ জানুয়ারি প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ২৪০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৬ হাজার ৮৪৪ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ এক হাজার ৬৪৪ জন সেচ্ছাসেবী। সোমবার সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাকিল খান, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও সাংবাদিক শ্যামল সরকার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন, আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ …