Latest News
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বই উৎসব শুরু

ঝালকাঠিতে বই উৎসব শুরু

স্টাফ রিপোর্টার :
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে বছরের প্রথম দিনেই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঝালকাঠিতে শুরু হয়েছে বই উৎসব। বুধবার বেলা ১২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। জেলায় এ বছর প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি বিভাগের এক হাজার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৮১ হাজার ১৮৪জন শিক্ষার্থীকে ১৭ লাখ ৬৫ হাজার ২১০ খানা বই দেওয়া হবে। বই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, সারাদেশে বছরের প্রথম দিনেই ৩৫ কোটি বই বিতরণ করা হবে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় প্রমান হয়, বর্তমান সরকার শিক্ষাবান্ধব।
জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …