Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এডাবের কমিটি গঠন

ঝালকাঠিতে এডাবের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :
বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর ঝালকাঠি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ভিসিডিএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা এডাবের বিদায়ী সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এতে সভাপতিত্ব করেন। এডাবের আঞ্চলিক সমন্বয়কারী কেএম জাহাঙ্গীর আলমসহ সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনাশেষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও নতুন কমিটি গঠন করা হয়। তিন বছরের জন্য গঠিত কমিটিতে সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু পুনরায় সভাপতি এবং আঙ্গিনা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী ডালিয়া নাসরিন সহসভাপতি ও সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল সম্পাদক পদে নির্বাচিত হন। সদস্যরা হলেন: শ্রমজীবী উন্নয়ন সংস্থার (সাচ) নির্বাহী পরিচালক মো. নান্না মিয়া, বন্ধন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা জাহান রুনু, জেডিএসের পরিচালক মো. শাহ আলম খলিফা ও বহুমুখী জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. মাসউদুল আলম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …