Latest News
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে বাস থেকে ৬০ মণ জাটকা উদ্ধার, চালক ও হেলপারকে দণ্ড

রাজাপুরে বাস থেকে ৬০ মণ জাটকা উদ্ধার, চালক ও হেলপারকে দণ্ড

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যামাণ আদালত। রবিবার রাতে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কে রাজাপুরের বাঘড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় বাসের চালককে ৫ হাজার টাকা জরিমানা ও চালকের সহকারীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের বক্সে ৩৩টি কার্টুনে জাটকা ইলিশ ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার করে। এসময় বাস চালক সৈয়দ আলী ও হেলপার আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির কন্ট্রাক্টর ও জাটকা ইলিশের মালিক কৌশলে পালিয়ে যায়। রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং চালকের সহকারীকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। পরে জব্দকৃত ইলিশ রাতেই বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …