স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে বঙ্গবন্ধুসহ চার মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ‘একাত্তোরের চেতনা’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জঘন্য ও হিংসাত্মক কর্মকান্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্মরণীয় রাখতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ষাটপকিয়া বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালিন ইউনিয়ন কমান্ডার মফিজ উদ্দিন হাওলাদার। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ভাস্কর্য ছিল। গত ২৩ নভেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্য ভেঙে পাশের একটি খালে ফেলে দেয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …