স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয় ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাবের মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝালকাঠি ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ ও ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথের আয়োজনে এবং ঝালকাঠি ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার ফার্মেসির মালিক ও পরিচালকসহ ৪০জন অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় এবং প্রশিক্ষক শফিকুল ইসলাম সবুজ বক্তব্য দেন। ৬ দিনব্যাপী প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের ড্রাগ কর্মকর্তারা প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রশিক্ষণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা, ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান, স্বাস্থ্য ক্ষেত্রে ফার্মিসিস্টদের ভুমিকা, ওষুধের মান বজায় রাখা, মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের বৈশিষ্ট সমূহ, অনুজীব বিজ্ঞান, ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি, প্রিসকিশন ছাড়াই ক্রেতাদের নিকট বিক্রয়যোগ্য ওষুধ বা ওসিটি মেডিসিন, স্বাস্থ্য ও পরিবেশ এবং স্বাস্থ্য সেবায় সরকারের ভূমিকা এবং বেইজ লাইন ডাটার মূল্যায়ন এবং আলোচনা করা হয়। সমাপনি দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …