Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজাপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুর উপজেলার ঘরৈয়া গ্রামের রাস্তার পাশ থেকে আজ বুধবার সকাল ১১টার দিকে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা ঘরৈয়া গ্রামের ডাক্তার বাড়ি সংলগ্ন রাস্তার পূর্ব পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী কেউ ওই নারীকে দেখে চিনতে পারেনি।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, অজ্ঞাত ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। কি কারনে তার মৃত্যু হওয়ছে, ময়না তদন্ত রিপোর্ট পেলে তা জানা যাবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …