স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. জোহর আলী।
জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে ৭৪ টি সাইক্লোন সেল্টার, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরী সেবাদানের ব্যাবস্থা গ্রহণ, রেডক্রিসেন্ট ও এনজিওর তিন হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে খোল হয়েছে ৫টি কর্ন্টোল রুম। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং রেডক্রিসেন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে ঝালকাঠিতে বৈরি আবহাওয়াসহ গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে।