Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নলছিটিতে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে নির্মাণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ারে কাজ করার সময় পড়ে গিয়ে দবিরুল ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার হাড়িখালী গ্রামে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক দবিরুল দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য নলছিটির হাড়িখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সকাল ৭টার দিকে দবিরুল ইসলামসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের ওপরের অংশে কাজ শুরু করে। এসময় হঠাৎ একটি এলোমুনিয়ামের পিলার ফসকে গিয়ে দবিরুল নিচের মাটিতে পড়ে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
টাওয়ার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আল আরাফাত কোম্পানীর ফোরম্যান মো. ইসমাইল হোসেন বলেন, অসাবধানতার কারনে পিলার ফসকে গিয়ে দবিরুলের মৃত্যু হয়েছে। আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি। তাঁরা এসে মৃতদেহ নিয়ে যাবে।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান বাচ্চু বলেন, ওপর থেকে নিচের মাটিতে পড়ে যাওয়ায় মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে ওই শ্রমিকের। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
নলছিটি থানার নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।