Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরে অবহিতকরণ সভা

ঝালকাঠিতে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘নতুন সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকরের লক্ষে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার সকালে শহরের পেট্টোলপাম্প মোড়ে আয়োজিত এ সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমর্সের সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।
প্রাধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, নতুন আইন করার মানে কাউকে সাজা দেয়ার উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য হচ্ছে এ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষ যেন আরো সচেতন হয়। নতুন আইন কার্যকরে সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করেন পুলিশ সুপার।
পরে মহাসড়কে চলাচলকারি বিভিন্ন যানবাহনের চালকদের সাথে নতুন এ আইন সম্পর্কে কথা বলেন পুলিশ সুপার।