স্টাফ রিপোর্টার :
ব্রিটিশ কাউন্সিল এবং সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্পের আওতায় ঝালকাঠির সরকারি গণগ্রন্থাগারে শনিবার ‘খেলতে খেলতে শেখা’ (টয়-ব্রিকস) কার্যক্রম শুরু হয়েছে। একই দিনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের নিয়ে ‘খেলনা ব্রিক দিয়ে খেলতে খেলতে শেখা’ শীর্ষক কর্মশালা। সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর শামীম আহসান প্রধান অতিথি ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে ব্রিটিশ কাউন্সিলের ‘ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং’ এর ‘কম্পোন্টে লিড’ তাপস বড়ুয়া ও ‘ম্যানেজার’ শাকিল সিনহা আলোচনায় অংশ নেন। সরকারি শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জলিল, প্যারেন্টস প্রেয়ার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ খান মোঃ আলমগীর, সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি ইনচার্জ মো. মাসুম বিল্লাহ এবং শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে অনুষ্ঠিত ‘খেলনা ব্রিক দিয়ে খেলতে খেলতে শেখা’ কর্মশালায় ৫টি স্কুল থেকে ২৫ জন শিশুশিক্ষার্থী অংশ নেয়।