স্টাফ রিপোর্টার :
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। জেলেরা নদীতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। এসময় জব্দ করা হয় ১২টি মাছ ধরার নৌকা। নদী থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। নদীতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা।