Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চার জেলেকে দণ্ড, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ উদ্ধার

ঝালকাঠিতে চার জেলেকে দণ্ড, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার সময় রবিবার সকালে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও এক মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এসময় চার জেলেকে আটক করা হয়। জব্ধ করা হয় ১১টি মাছ ধরার ইঞ্জিল চালিত নৌকা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও মাসুমা আক্তারের নেতৃত্বে সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মা ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটক করা হয় চার মৌসুমি জেলেকে। নদীতে মাছ ধরার নৌকা রেখে পালিয়ে যায় কয়েকজন জেলে। জব্দকৃত জালগুলো সুগন্ধা নদী তীরের ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে ঝালকাঠির মৎস্য কর্মকর্তা হাসিবুল হক ও নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।