Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পিস প্রেসার গ্রুপ কাঁঠালিয়া উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। মাববন্ধন চলাকালে বক্তব্য দেন শহিদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা, সাংবাদিক ফারুক হোসেন খান, আবদুল হালিম, সাখাওয়াত হোসেন অপু। বক্তারা বলেন, সংঘাত ও সংঘর্ষ পরিহার করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। যাতে সবাই নিরাপদে মাতৃভূমিতে বসবাস করতে পারে।