স্টাফ রিপোর্টার :
একদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় সড়কের শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধে, মাদক প্রবেশ বন্ধ করা ও ছুটিতে আসা মানুষদের নিরাপদে বাড়ি ফেরার বিষয়ে মাঠে নেমেছে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বুধবার সকালে ঝালকাঠি গাবখান সেতুর পূর্ব প্রান্ত থেকে এ অভিযান শুরু করা হয়, চলবে দশমী পূজা পর্যন্ত। অভিযান চলাকালে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পূজার শেষ দিন পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধীক চেকপোষ্ট থাকবে। বাস, ট্রাক, মোটর সাইকেলসহ সকল যানবাহনে দিনে ও রাতে অভিযান অব্যাহত থাকবে। বরাবরের মতো এবারও বাইকারদের হেলমেড, পোষাক ড্রাইভিং লাইসেন্সসহ সবধরণের বৈধ কাগজ সাথে রাখার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিলেন এসপি ফাতিহা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর আল-মামুন, ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, সদর থানার ট্রাফিক ইন্সপেক্টর (অপারেশন) মো. মুরাদ আলী, ট্রাফিক ইন্সপেক্টর আদিল আকবর, ট্রাফিক সার্জেন্ট শামসুদ্দিন, ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ আল মেহেদি হাসান, ট্রাফিক সার্জেন্ট আতিকুর রহমান সদর ফাড়ি পুলিশের এটিএসআই শাহআলম।