স্টাফ রিপোর্টার :
‘বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাাঁচাও প্রজন্ম’ স্লোগানে ঝালকাঠিতে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে তরুণ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ এর অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে সড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ’ উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘দায়ী’ শিল্পোন্নত দেশসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানানো হয়। সনাক সহসভাপতি ও জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাব সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক.মো. নজরুল ইসলাম তালুকদার, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি ও শুভসংঘের সাধারণ সম্পাদক তাসীন মৃধা অনিক, একাত্তরের চেতনার সেক্রেটারি সৈয়দা মাহফুজা মিষ্টি, বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, ইয়েস দলনেতা পার্থ হাওলাদার, স্কাউটস প্রতিনিধি জুবায়ের রহমান, ‘ইয়ুথ ফর ক্লিন’ প্রতিনিধিতানজুম হোসেন রিমন এবং সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসিরাজুল ইসলাম, মো. আবদুল্লাহ, মেহেদী হাসান, মুহাম্মদ আবদুল্লাহ, উজ্জ্বল হোসেন, সাথী শর্মা ও রুবেল হাসান মৃধা। কর্মসূচিতে তরুণ প্রজন্মের পক্ষ থেকে উপস্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। দাবির মধ্যে রয়েছে : বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত করা, দীর্ঘ মেয়াদী জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহায়তার অতিরিক্ত জলবায়ু তহবিল গঠন, জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ন্যায্যতা এবং প্যারিস চুক্তি বাস্তবায়নে জনঅংশগ্রহণমূলক কর্মকৌশল নির্ধারণ।