Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / দুই সত বোনের যন্ত্রণায় অতিষ্ট ভাই

দুই সত বোনের যন্ত্রণায় অতিষ্ট ভাই

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে দুই সত বোনের যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছেন দুই ভাই। পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে ভাইদের বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দুই সহদর খিজির হায়াত বাদশা ও আলী হায়দার মহারাজ এ অভিযোগ করেন। সত বোনদের ষড়যন্ত্র ও হয়রানি থেকে মুক্তি পেতে আবেদন জানিয়েছে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খিজির হায়াত।
লিখিত উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলার বাদুরতলা রোডের অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুল করীম হাওলাদারের ৩টি বিয়ে। প্রথম সংসারে খিজির হায়াত বাদশা ও আলী হায়দার মহারাজ। অবসরপ্রাপ্ত এককালীন টাকা ও মাসিক ভাতাসহ অস্থাবর সম্পত্তি তৃতীয় স্ত্রী আত্মসাত করে নেয়। জীবনের শেষ প্রান্তে বাম চোখে ক্যান্সার আক্রান্ত হন তিনি। দেড় লাখ টাকা খরচ করে তাকে সুস্থ করে তোলেন প্রথম স্ত্রীর দুই সন্তান। এতে বাবা খুশি হয়ে ওই দুই ছেলেকে রাজাপুর মৌজার জেএল ৪৭ এর ডিপি খতিয়ান নং – ৫০৭৬ ও ৫৫৩৭ নং দাগের বাদুরতলা এলাকা থেকে ০৪.৫১ শতাংশ জমি রেকর্ড করে দেন। ন্যায্য হিস্যা অনুযায়ী ৮ ভাই-বোনকে বিভিন্ন স্থান থেকে পৈত্রিক সম্পত্তি রেকর্ড করিয়ে ভাগ করে দেওয়া হয়। প্রথম স্ত্রীর দুই সন্তানকে দেওয়া জমি আত্মসাত করতে তৃতীয় স্ত্রীর মেয়ে সুখী ও তুলি বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। বাবার দেওয়া জমিতে ৪ তলা বিশিষ্ট ফাউন্ডেশনের গ্রেড ভিম নির্মাণ করলে তা দখলের চেষ্টা চালায় দুই সত বোন। বিষয়টি স্থানীয়ভাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানের মাধ্যমে ২ সেপ্টেম্বর শালিস বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। তুলি, সুখী ও স্বপন সেই সিদ্ধান্ত মানছেন না। উপায় না পেয়ে আদালতের আশ্রয় নিলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গত ৩ সেপ্টেম্বর ভবন নির্মাণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সে অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর সকালে শ্রমিকদের নিয়ে কাজ শুরু করলে স্বপন ও তার বাহিনী নিয়ে সুখী এবং তুলি আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারধর করে আমাদের আহত করে। উল্টো তারা হাতে পায়ে ব্যান্ডেজ করে পুলিশসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছে। এ অবস্থায় পৈত্রিক সম্পত্তির অধিকার রক্ষা ও হয়রানি থেকে মুক্তি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন দুই ভাই।