Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান

ঝালকাঠিতে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান

স্টাফ রিপোর্টার :
‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ স্লোগানে ঝালকাঠিতে শুক্রবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও শপথবাক্য পাঠ করেছে ‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শপথ করান টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু। তরুণরা মানুষ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখা, দেশের প্রতি অনুগত থাকা, নাগরিক দায়িত্ব পালন করা, দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নেয়। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা। তরুণ সমাজের পক্ষে শাকিল হাওলাদার রনি, মশিউর রহমান, মিলন হোসেন, রাহাত মুন্সী, রুহুল আমীন, মাহিদুল রাব্বি, আশিকুর রহমান খান, আমিন খান, শেখ মিলন, ছাব্বির হোসেন রানা, শহিদ হোসেন, বিশ্ব শীল, গোলাম রাব্বী প্রমুখ এ কার্যক্রমে অংশ নেয়।