স্টাফ রিপোর্টার :
সরকার ভর্তুকি দিয়ে ঝালকাঠি জেলায় তিন মাসব্যাপী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি করে অস্বচ্ছল পরিবারের মধ্যে চাল বিক্রি শুরু হয়েছে। জেলায় ৩০ হাজার ৭৬৪টি পরিবার এ সুবিধার আওতায় আনা হয়। প্রতি মাসে সরকার তিন কোটি ২২ লাখ ৯০ হাজার টাকায় ৯২২.৯২০ মেট্রিক টন চাল ভর্তুকি মূল্য দিয়ে সুবিধাভোগীদের মধ্যে বিক্রি করছে। মিল থেকে ৩৬ টাকা কেজি দরে চাল কিনে তা ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
ঝালকাঠির সদর উপজেলাসহ রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় চাল বিক্রি শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭২০০টি পরিবার, নলছিটি উপজেলায় ১১০৮২টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮৫৭৬টি পরিবার ও কাঁঠালিয়া উপজেলায় ৩৯০৬ টি পরিবার এ সুবিধা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা ওয়ার্ড ভিত্তিক সুবিধাভোগীদের তালিকা করেন। সুবিধাভোগীরা দাবি করেছে সরকারের এ কর্মসূচি গরিব মানুষের জন্য একটি প্রসংশিত উদ্যোগ। বছরের ৫ মাসের পরিবর্তে ৮ মাস করে এ কর্মসূচি চালু করার দাবি জানিয়েছেন তারা।