Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / গাঙের জলে জোছনা বিলাস

গাঙের জলে জোছনা বিলাস

স্টাফ রিপোর্টার :
সন্ধ্যা নেমে এলো। বৃষ্টি পড়ছে টুপুরটুপুর । তবু থেমে নেই আয়োজন। জোছনা বিলাসে ছুটে আসছে শত শত মানুষ। প্রাণের উৎসবে ঝালকাঠির ডিসি পার্ক কানায় কানায় ভরে উঠলো। সুগন্ধা তীরের মনোরম পরিবেশে জমে উঠলো ‌’গাঙের জলে জোছনা বিলাস’ উৎসব। শিশু থেকে শুরু করে যুবক, তরুণী, বৃদ্ধ সবাই যেন মিলে মিশে একাকার। বৃহস্পতিবারের সন্ধ্যা যেন ইতিহাস হয়ে রইলো। নদীতে প্রদীপ প্রজ্জলন করে উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ভাদ্রের জোছনাভরা রাতে নান্দনিক এ আয়োজনে অংশ নেয় জোছনা পাগল শত শত মানুষ। নেচে গেয়ে হই-হুল্লুরের মধ্যদিয়ে উৎসব উপভোগ করেন তারা। সম্পূর্ণ বাঙালী সংস্কৃতিতে অনুষ্ঠিত হয় জোছনা বিলাস উৎসব। উৎসবে বৈঠকি আড্ডা, লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃতিতে অংশ নেন সাংস্কৃতিপ্রেমীরা। চেতনা ৭১ নামে একটি সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। রাতে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজন ড. বাহাউদ্দিন গোলাপ।