স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির উৎসাহ-উদ্দীপনার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বুধবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় শেখেরহাট ইউনিয়ন ৫-১ গোলে পোনাবালিয়া ইউনিয়নকে পরাজিত করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টে ১০টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু এবং জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌ।