Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / খালে বিষ দিয়ে মাছ শিকার : রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের কারাদণ্ড

খালে বিষ দিয়ে মাছ শিকার : রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের কারাদণ্ড

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে খালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে সাবেক এক ইউপি সদস্যসহ ৫ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. হেমায়েত উদ্দিন (৫২), একই এলাকার মো. রাসেল (২৭), মো. সুমন (২৬), মো. রুবেল (২৬), মো. বেলায়েত (২৬)।
জানা যায়, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের একটি খালে রবিবার রাতে মাছ ধারার জন্য বিষ দেয় স্থানীয় একটি অসাধু চক্র। বিষয়টি টের পেয়ে অপর কয়েকজন যুবক মাছ ধরে নিয়ে যায়। এ নিয়ে সোমবার সকালে বাকবিতন্ডায় জড়ায় উভয়পক্ষ। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গ্রাম পুলিশের সহায়তায় উভয়পক্ষের ৫জনকে আটক করে পুলিশ। পরে আটকৃতদের উপজেলা পরিষদে নিয়ে আসলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, ‘উন্মুক্ত জলাসয়ে বিষ প্রয়োগ করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় আটক ব্যক্তিদের এ দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অপরাধের সাথে কেউ জড়ালে আরো কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।’