Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা সমাপ্ত

ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা সমাপ্ত

সটাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিক সমাপনী অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। মেলার ২৫ টি স্টলে বিভিন্ন প্রজতির ফলদ ও বৃক্ষ চারা ও উন্নত জাতের ফল প্রদর্শন ও বিক্রি করা হয়। এ বছর মেলায় মোট ৫ লক্ষ টাকার চারা বিক্রি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম। আন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক ও কৃষক আলী আকবর সরদার। অনুষ্ঠানে অশংগ্রহণকারীদের মধ্যে তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে মেলার আয়োজন করে।