স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মাদক ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করা ব্যক্তিদের নিয়ে ‘আলোর পথে’ নামে একটি সমাজকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করেছে জেলা পুলিশ। সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে এ সংগঠনের নিবন্ধন করা হয়। ২১ জনকে নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু করা হয়। তাদের সাবলম্বি করার জন্য আলোর পথের মাধ্যমে বিভিন্ন এনজিও ও দাতা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে। এসব সংস্থার কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে যাতে নিজেরাই কর্মসংস্থানের পথ খুঁজে পায় সে ব্যবস্থা করেছে জেলা পুলিশ। সংগঠনের সদস্যদের নিয়ে শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।
সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ‘আলোর পথে’ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে জেলা পুলিশ সর্বাত্তক সহযোগিতা করবে। মাদক ছেড়ে যারা সুপথে এসেছে, তাদের নিয়ে এ সংগঠন করা হয়েছে। যারা মাদক ছেড়ে ভাল হয়ে যাবে, তাদেরকে সংগঠনের সদস্য করা হবে। সমাজকল্যাণমূলক এ সংগঠনের মাধ্যমে সদস্যরা আত্নকর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। জেলা পুলিশ সংগঠনটি পরিচালনা করবে।