স্টাফ রিপোর্টার :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছে চাকরিপ্রার্থীরা। শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে শিক্ষিত বেকার যুবকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের যুগ্মআহ্বায়ক অলোক সাহা, সদস্য সচিব জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার রেজাউল্লাহ খান, মো. নাঈম খান ও আরিফ বিল্লাহ। বক্তারা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে রাখার দাবি জানান। এছাড়াও নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে নেওয়া এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানান বক্তারা।