স্টাফ রিপোর্টার :
‘বায়ু দূষণরোধে চাই আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর জবাবদিহি’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ঝালকাঠিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
ডিসি অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে অনুুিষ্ঠত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের সভাপতিত্বে সনাক সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান ও সহকারী বন সংরক্ষক সৈয়দ মো. নুরুজ্জামান আলোচনায় অংশ নেন। সভায় বায়ু দূষণরোধে নাগরিকদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ খাতসমূহে স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।