আসাদুজ্জামান সোহাগ, কাঁঠালিয়া :
ঝালকাঠির কাঠালিয়ায় জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনের পলেস্তারা ধ্বসে এক শিক্ষক আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৮২নং পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রী আতঙ্কের মধ্যে রয়েছে। ১৯৮২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ ভবনটি নির্মাণ কাজ করে।
আহত শিক্ষক রেজাউল হক জানান, আমি ও অন্যান্য শিক্ষকরা অফিস কক্ষে বসা ছিলাম এমন সময় জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তারা ধ্বসে আমার মাথার উপর পরে। এতে আমার মাথা ও হাতে জখম হয়। সহকর্মী শিক্ষকরা আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়।
একাধিক শিক্ষার্থীরা জানান, স্কুলের ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা ভেঙে পরে লোহার রড বের হয়ে গেছে এবং প্রায় সময়ই ধ্বসে পড়ছে। আমরা সব সময় ভয়ের মধ্যে থাকি কখন যেন মাথার উপর ভেঙ্গে পড়ে। তাই ক্লাসে মনোযোগ দিতে পারি না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যালয় ভবনটি অনেক পুরানো এটি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। ভবনটি পূর্ণ নির্মাণের জন্য একাধিকবার প্রস্থাব পাঠানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।