স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোয়াইব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আখতারুজ্জামান। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ ৮০ জন অংশ নেয়।
কর্মশালায় টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ ও স্থানীয় পর্যায়ের আলোকে এসডিজির গোল, লক্ষ্যমাত্রা ও সূচক নিয়ে গ্রুপ আলোচনার পর স্থানীয়ভাবে চ্যালেঞ্জ/প্রতিবন্ধকতা ও এর উত্তরণে দায়িত্বপ্রাপ্তদের চিহ্নিতকরণ এবং স্থানীয় করনীয় নির্ধারণে সুপারিশমালা প্রণয়ন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালযের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।