Latest News
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ।। ২৭শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান

ঝালকাঠিতে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। মঙ্গলবার সকালে জেলার নলছিটি উপজেলার খাদ্যগুদামে কৃষি বিভাগের তালিকুভুক্ত কার্ডধারী কৃষকরা ধান বিক্রি শুরু করেন। প্রথম দিনে একটন ধান সংগ্রহ করেছে খাদ্যগুদাম কর্তৃপক্ষ। এ উপজেলা থেকে ২৬ টাকা কেজি দরে ১৫১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাত জাহান মিলি ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) এইচ এম আনোয়ার। নলছিটি উপজেলার পাঁচ হাজার কৃষকের কাছ থেকে এ বছর সরাসরি ধান সংগ্রহ করবে সরকার।