Latest News
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঝালকাঠিতে পাঁচ দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার :
টেকসই উন্নয়ন (এমডিজি) লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকাল ১০টায় সদর হাসপাতালের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন হাজরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদ। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। কর্মশালায় সেকমো, এসটি ল্যাব ও এমটি ইপিআই কর্মচারীসহ ২৫ জন প্রশিক্ষণে অংশগ্রহন করেন। ঝালকাঠির সিভিল সার্জনসহ সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করবেন।