Latest News
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসা শিক্ষার্থী মো. আনাম হোসেন, মো. জসিম উদ্দিন, মো. রাজু ও তরিকুল ইসলাম। এতে বক্তারা সন্ত্রাসী হামলাকারী তরিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, শিক্ষকের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জনকরার ঘোষণা দেন। শিক্ষকরা জানায়, হামলাকারী তরিকুলের বাবা রফিকুল ইসলাম বাবুল এই মাদ্রার অধ্যক্ষ ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি মাদ্রাসার চাকরি ছেড়ে চলে যান। এ ঘটনা নিয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৫ মার্চ (সোমবার) অধ্যক্ষের ছেলে তরিকুল ইসলাম লোকজন নিয়ে উপাধ্যক্ষকে মাদ্রাসায় ঢুকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনায় এলাকার অভিবাবক মহল ক্ষোভ প্রকাশ করেছেন।