স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার স্মৃতিচারণহর নানা আয়োজনে আজ সোমবার ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি এবং পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর ও সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে গণহত্যার স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম। এছাড়া মুক্তিযোদ্ধা ও স্কুলের শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। এছাড়াও গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে জেলা প্রশাসন। এদিকে রাত ৯টা থেকে এক মিনিটের জন্য ঝালকাঠি জেলায় ‘প্রতীকি ব্লাক-আউট’ করা হবে।