Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

রাজাপুরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে মো. গোফরান হাওলাদার (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শুক্তগড় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। গোফরান উপজেলার শুক্তগড় এলাকার মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে।
শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মৃধা জানান, গোফরান বহুদিন থেকে গাছকাটার কাজ করে আসছেন। মঙ্গলবার সকালে ঘরের সামনের রেইনট্রি গাছ কাটতে গাছে উঠেন তিনি। গাছ কাটার শেষ সময় গাছটি হঠাৎ ভেঙে পড়ে যায়। গাছের সঙ্গে গোফরানও মাটিতে পড়ে স্থলেই মারা যায়। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।