Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সনাক ও মহিলা পরিষদের আন্তর্জাতিক নারী দিবস পালন

ঝালকাঠিতে সনাক ও মহিলা পরিষদের আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার :
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও মহিলা পরিষদ। সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া। বিশেষ অতিথি ছিলেন সনাক সভাপতি প্রফেসর মো. লাল মিয়া। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন সনাকের জেন্ডার বিষয়ক উপকমিটির আহ্বান ড. কামরুন্নেসা আজাদ।
মহিলা পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভানেত্রী সাহানা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি রমলা দেবনাথ, নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, সনাক সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সনাক সদস্য কবিতা হালদার, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক সোনিয়া আক্তার, ইয়েস সহদলনেতা সোমা হালদার প্রমুখ।
বক্তারা প্রতিটি কার্যক্রমে নারী-পুরুষের সমঅধিকার, নারীর ক্ষমতায়ন সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় নারী ক্ষমতায়ন ও জেন্ডার বৈষম্য দুরীকরণে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন। নারীর প্রতি বৈষম্য ও সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।