স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার শিব বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠান মালা শুরু হয়েছে। সোমবার বিকেলে পূর্জা অর্চণার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও মঙ্গলবার সকালে পূন্যস্নান ও শিব দর্শনসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ ঐত্যিহ্যের মেলা বসেছে। ৩০০ বছরেরও বেশিকাল ধরে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শিব চতুর্দশী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার হিন্দু পূন্যার্থী শিব দর্শন করতে আসার কারণেই এ মেলার উৎপত্তি বলে ধারণা করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক মেলা পরিদর্শন করেছেন। এসময় তিনি এই তীর্থ স্থানে আসার সড়কটি দ্রুত পাকা করনের আশ্বাস দেন।
জেলা প্রশাসকের সঙ্গে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শিববাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার। বুধবার দিবাগত রাতে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূঁজানুষ্ঠানের মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে।