স্টাফ রিপোর্টার :
প্রকৃতির কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদীর মোহনায় অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব। উৎসবের শেষ দিনে মঙ্গলবার বিকেলে দর্শনার্থীদের উপচে পড়া ভির ছিল। শত শত মানুষ ছুঁটে আসে জীবনানন্দ মেলা ও ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপভোগ করতে। শিশু থেকে শুরু করে বয়স্করাও মেতে উঠেন উৎসবে। নাচ, গান কবিতা আবৃত্তিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গন। এসব অনুষ্ঠান উপভোগ করেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের অন্যতম সদস্য দলের প্রবীন নেতা আমির হোসেন আমু এমপি। বিকেলে নাগর দোলায় দুলতে থাকে শিশুরা। পাশে দাঁড়িয়ে অভিভাবকরাও আনন্দে আত্নহারা। পিঠা-পুলির বাহারি খাবার ছিল মেলায়। ছিল নানা ধরণের খেলনা ও জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন কবি জীবনানন্দ দাশ একজন প্রকৃতি প্রেমি ছিলেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করায় আমরা গর্বিত। তিনি বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি। তাঁর কবিতায় ঝালকাঠির ধানসিঁড়ি নদী কথা উঠে আসায় আমরা আনন্দিত।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় এবং স্টল সাজানোয় বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি।