স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শুরু হয়েছে চার দিনব্যাপী অ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩৬ জন তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
জেলা সুজন সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস সিকদার ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠি শাখার সমন্বয়কারী জাকির হোসেন দুলাল ও প্রশিক্ষক সোহানুর রহমান। নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজ উন্নয়নে তরুণ-তরুণীরা যাতে ভূমিকা রাখতে পারে, সেব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়াও নানা বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।